যেমন কর্ম তেমন ফল

 

একটি শিক্ষনীয় ঘটনা

 

অনেক সময় জুলুমের প্রতিদান দুনিয়াতেই ভোগ করতে হয়। এক্ষেত্রে ছোট একটি ঘটনা বর্ণনা করতে চাই। মিশরের সুবিখ্যাত আল_ আহারাম পত্রিকার একটি ঘটনা শুনুন ।জনৈক মহিলা লিখেছেন তাদের ঘরে একটি কাজের মেয়ে ছিল l মেয়েটি তার, তার স্বামীর এবং তাদের একমাত্র ছেলের সেবা করত l মেয়েটির বয়স ছিল 10 বছরl সে ছিল একজন দরিদ্র কৃষকের মেয়েl বেতন ছিল মাত্র 20 জুনাই্‌হ। এই সামান্য বেতন সত্বেও মেয়েটি অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের খেদমত করত।  কাপড়-চোপড় ধৌত করতো, খাবার তৈরি করত, তাদের একমাত্র ছেলেটিকে স্কুলে দিয়ে আসা সহ ঘরে সকল কাজ কর্মই করে দিত। এরপরও সামান্য ত্রুটি হলে এবং কোন খেদমত পেশ করতে দেরি করলে মেয়েটিকে তার স্বামী প্রহার করত, নানা রকম কষ্ট দিত এবং বৈদ্যুতিক শখ দেওয়া সহ বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন করতো। শুধু তাই নয়, তারা মেয়েটিকে কেবল পরিতাক্ত খাবার খেতে দিত। ভালো কোন খাবার কখনোই তাকে প্রদান করত না । নির্যাতনের কারণে এক পর্যায়ে মেয়েটি চোখের দৃষ্টি হারিয়ে ফেলে। এরপর, তারা মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিল।  যেহেতু মেয়েটি এখন আর কাজ করার উপযোগী ছিল না , তাই তারা মেয়েটির আর কোন খোঁজ খবর নিল না।


 ঐ দিকে তাদের একমাত্র ছেলে লেখাপড়া শেষ করে একটি সুন্দরী মেয়েকে বিয়ে করল। ভাগ্যক্রমে পরবর্তীতে ছেলের ঘরে একটি অন্ধ পুত্র সন্তান জন্ম নিল। এতে তাদের পরিবারে দুঃখের কালো ছায়া নেমে আসলো এবং তাদের পরিবারের সুখ শান্তি সম্পূর্ণরূপে বিদায় নিল।তারা অনেক বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হল। কিন্তু কোন কাজ হলো না । ডাক্তার তাদেরকে এই বলে শান্তনাদিল যে পরবর্তীতে তাদের পুত্রবধূ সন্তান প্রসব করলে সম্পূর্ণ সুস্থ ও দৃষ্টিশক্তি সম্পূর্ণ সন্তান প্রসব করবে তাদের মনে আশার আলো জ্বলে উঠল।

 

কয়েক মাস পর তাদের পুত্রবধূ একটি সুন্দরী কন্যা সন্তান প্রসব করল । তারা এতে অত্যন্ত খুশি হলো ।এবার ডাক্তার তাদেরকে নিশ্চিত করল যে, মেয়েটি সম্পূর্ণ সুস্থ । তার চোখে কোন দোষ নেই ।এই মেয়ে চোখে দেখবে ইনশাল্লাহ। কিন্তু একই রকম মুসিবত দেখা গেল । মেয়েটির বয়স যখন সাত মাস উপনীত হলো তখন দেখা গেল মেয়েটি শুধু একদিকে চেয়ে থাকে। তারা এবারও মেয়েটিকে ডাক্তারের নিকট নিয়ে গেল। ডাক্তার এবার বলল এই মেয়েটি চোখের দৃষ্টি হারিয়ে ফেলে...

 

মহিলাটি বলেন এই খবর শুনে আমার ছেলে মসিবতে ধৈর্য ধারণ ক্ষমতা হারিয়ে ফেলল এবং মানসিক রোগে আক্রান্ত হল । তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হলো । পুত্রবধূও একই রোগে আক্রান্ত হল । মোটকথা পরিবারের সকলেই একই রোগে আক্রান্ত হলো । পরিবারের সকলের কাছ থেকেই সুখ শান্তি চিরদিনের জন্য বিদায় নিল


 মহিলাটির কথা, আমি একদিন একাই বসে ছিলাম। হঠাৎ সেই অন্ধ মেয়েটির কথা স্মরণ করলাম । যে মেয়েটি আমাদের নির্যাতনের কারণে অন্ধ হয়ে গিয়েছিল। আমি মেয়েটির খোঁজ নেওয়া শুরু করলাম । রাজপথে, বাড়িতে বাড়িতে এমন কি সকল তাকে খুজে বেড়ালাম। নানা জনকে জিজ্ঞেস করলাম। শেষ পর্যন্ত আমি তার সন্ধান পেলাম। তার কাছে গিয়ে তাকে ডাক দিলাম। সে খুশিমনে আমার ডাকে সাড়া দিল। দেখলাম সে তার সমস্ত দুঃখ বেদনা ভুলে গেছে। আমরা তাকে যে নির্যাতন করেছিলাম, একটি বারের জন্য সে তা উচ্চারণ করলো না । আমি তাকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। সে যেহেতু চোখে দেখেনা । তাই আমি তার হাত ধরে টেনে নিয়ে আসলাম । আসার পর যখন আমার অন্ধ নাতনি তার আওয়াজ শুনতে পেল, তখন সে ক্রন্দন শুরু করে দিল এবং কাজের মেয়েটির সাথে তার এক গভীর সম্পর্ক তৈরি হল।

 

মহিলাটি বলেন ,আমরা সকলেই এই কথা উপলব্ধি করতে সক্ষম হলাম য্‌ কাজের মেয়েটির উপর নির্যাতন করার কারণে আমাদের পরিবারে দুঃখের এই কালো ছায়া নেমে এসেছে ।আমি মেয়েটিকে বললাম আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। এরপর আমি অন্ধ নাতি, অন্ধ নাতনি এবং কাজের সেই মেয়েটির খেদমত শুরু করে দিলাম।


হে জালিম সম্প্রদায়, সাবধান,কেয়ামতের দিন জুলুমের পরিনাম হবে অত্যন্ত ভয়াবহ। তোমরা অচিরেই জুলুমের পরিণাম আখেরাতের পূর্বে দুনিয়াতেও ভোগ করবে । সুতরাং হে মুসলিম তুমি তোমার কোন মুসলিম ভাইকে অন্যায় ভাবে প্রহার করো না ,তাকে হত্যা করো না ,তার হক নষ্ট করো ন্‌ তার মান ইজ্জতের উপর আক্রমণ করোনা ,তাকে অপমান করনা ।হাদীছে কুদসীতে আল্লাহ তা'আলা বলেন _

"হে আমার বান্দারা আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি ।তোমাদের মাঝেও পারস্পরিক জুলুমকে হারাম করেছি। সুতরাং তোমরা পরস্পার জুলুম করো না "। সহিহ মুসলিম হাদিস নম্বর ৬৭৩৭, মিশকাত হাদিস নম্বর ২৩২৬ 


হে আল্লাহ তুমি আমাদেরকে জুলুম হতে বাঁচাও। আমাদেরকে ন্যায় বিচার করার তৌফিক দাও ।আমাদেরকে তুমি বিশেষভাবে হেফাজত করো এবং তোমার রহমত দ্বারা আচ্ছাদিত । আমিন 

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url