একটি ওয়েবসাইটের প্রাণ হলো ভিজিটর
ভিজিটর না থাকলে সেই ওয়েবসাইটকে ঘরে পড়ে থাকা ব্যক্তিগত ডায়রির সাথেই তুলনা করা যায়। ওয়েবসাইটে বিভিন্ন উপায়ে মার্কেটিং করে ভিজিটর বাড়ানো যায়। কিন্তু আপনার ওয়েবসাইটে যদি তথ্যপূর্ণ ভালো মানের কন্টেন্ট থাকে তাহলে গোগল, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিন থেকে এমনিতেই অর্গানিক ভিজিটর পাওয়া যায়। সে হিসেবে কন্টেন্ট হলো একটি ওয়েবসাইটের বড় সম্পদ। কিন্তু কন্টেন্ট যেন তেন ভাবে আগডুম বাগডুম যা খুশি তাই লিখলেই চলবে না। কন্টেন্ট লেখার কিছু নিয়ম এবং কলা কৌশল আছে। বাংলা আর্টিকেল লেখার নিয়ম জানা থাকলে আপনি সহজেই আপনার ওয়েবসাইটে ভিজিটর পেতে পারেন তাই আজ আমি বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আর্টিকেল লেখার সময় বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়। আপনি যদি ভালো মানের একজন কন্টেন্ট রাইটার হতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। বাংলা আর্টিকেল লেখার নিয়ম বাংলা আর্টিকেল লেখার নিয়মঃবাংলা আর্টিকেল লেখার নিয়মঃপেইজ সুচিপত্রঃ
আমরা ইন্টারনেটে যেকোনো ওয়েবসাইট ভিজিট লেখা, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি পড়ি, দেখি এবং শুনি এগুলোই হলো কন্টেন্ট। যেকোন লেখাকে বলা হয় টেক্সট কন্টেন্ট, আর যেসব ভিডিও দেখি সেগুলো হলো ভিডিও কন্টেন্ট এবং যেগুলো অডিও শুনে থাকি তা হলো অডিও কন্টেন্ট।
একটি ভাল মানের আর্টিকেল লেখার জন্য বেশ কিছু বিষয় মাথায় রেখে তারপর আর্টিকেল লিখতে হয়। আপনি চাইলেই এখনি একটা আর্টিকেল হয়তো লিখে ফেলতে পারবেন না। কিন্তু আপনি যদি সত্যি সত্যি লিখতে চান তবে আপনি লিখতে পারবেন। তবে সেটার জন্য দরকার চেষ্টা করা, লেখার কলাকৌশলগুলো আয়ত্ব করা। আপনি প্রাক্টিস করার মাধ্যমে আর্টিকেল লেখার কলা কোশল শিখে ভাল মানের একজন আর্টিকেল রাইটার হতে পারেন।
যদিও ব্যক্তি ভেদে একেকজনের লেখার কৌশল এবং স্টাইল একেক রকম। তবুও ব্যসিক বিষয়গুলো একই। আপনি যদি কন্টেন্ট রাইটিংএ একেবারে নতুনও হয়ে থাকেন তাহলে নিচের স্টেপগুলো ফলো করার মাধ্যমে একজন ভালো মানের কন্টেন্ট রাইটার হতে পারবেন বলে আশা রাখি।
আর্টিকেল এর বিষয় নির্বাচন
একটি আকর্ষণীয় ব্লগ পোস্ট লিখতে হলে আপনাকে অবশ্যই লেখার বিষয় নির্বাচন করতে হবে। বিষয় নির্বাচনের ক্ষেত্রে প্রথম প্রথম আপনার ভালোলাগাকে প্রাধান্য দিন। মানে হলো আপনার কি ভাল লাগে? আপনি কি বিষয়ে ভাল জানেন? আপনার কি নিয়ে ভাবতে ভাল লাগে? আপনার কোন কোন বিষয় নিয়ে রিসার্চ করতে এবং ঘাটঘাটি করতে ভাল লাগে? এমনই একটি ভালো লাগা এবং জানা বিষয়ে লিখুন। তাহলে আপনার লেখাটি দ্রুত এবং সুন্দর হবে। যদিও আপনি যেকোন বিষয়েই লিখতে পারেন তবে আপনি জানেন না এমন বিষয়ে প্রথমেই লিখতে গেলে আপনার রিসার্চ করতে করতে অনেক সময় কেটে যাবে যার কারণে আপনার ভেতরে বোরিং ভাব চলে আসবে এবং একসময় হয়তো লেখলেখির ইচ্ছা বাদ দিবেন। তাই জানা শোনা বিষয়ে লেখার চেষ্টা করুন।
আর জানেন না এমন বিষয়েও আপনি লিখতে পারবেন। তবে সে জন্য আপনাকে আগে ঐ বিষয়ে প্রচুর ঘাটঘাটি করতে হবে, রিসার্চ করতে হবে তারপর লিখতে হবে। বিষয় নির্বাচন কি, আশা করছি বুঝতে পারছেন।
পাঠকের প্রয়োজনীতার কথা মাথায় রাখুন
আর্টিকেল লেখার সময় কথা অবশ্যই মাথায় রেখে আর্টিকেল রচনা করতে হবে। কারণ হলো আপনি আর্টিকেলটি যাদের জন্য লিখছেন তারা এ থেকে কিছু না শিখতে পারলে বা জানতে পারলে আপনার রচনার কোনো মূল্য নাই। বিষয় নির্বাচন করার পরপরই আপনাকে ভাবতে হবে আপনি যাদের জন্য এই আর্টিকেলটি লিখছেন তারা আসলএ এই আর্টিকেলের মাধ্যমে কি জেনে নিতে চাচ্ছেন। আপনার টার্গেটেড অডিয়েন্সরা আপনার লিখিত আর্টকেল দ্বারা উপকৃত হলে তারা আপনারা নিয়মিত ভিজিটর এবং কাস্টমারে পরিনত হবে।
এজন্য আপনাকে লেখার শুরুতেই রিসার্চ করতে হবে লোকেরা আসলে কি খুজছে, কি জানতে চাইছে, শিখতে চাইছে। আপনি যদি এই বিষয়গুলি মাথায় রেখে কন্টেন্ট লিখেন তাহলে আপনার লেখার উদ্দেশ্য খুব সহজেই পূরণ হবে। চেষ্টা করবেন সব সময় সঠিক এবং অধিক তথ্যপূর্ণ দিতে। তবে আপনি যে বিষয়ে লিখছেন সে বিষয়েই তথ্য দিতে চেষ্টা করবেন। অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে লেখার সাইজ বড় করবেন না। কারণ একজন পাঠক অধিক পরিমাণে তথ্য জেনে নিতে চান তবে তিনি যে বিষয়টি জানতে আলোচ্য আর্টিকেলটি পড়তে আসছে তার বাইরে অন্য তথ্য থাকলে সে বিরক্ত হবে এবং পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে।
গবেষণা করা
হতে পারেন আপনি খুব ভালো মানের একজন লেখক, ব্লগার বা এ এই সেই যেকোন কিছু তাই বলে যে আপনি দুনিয়ার সব কিছু জানেন বিষয়টা কিন্তু এরকম না। সব মানুষই কোন না কোন বিষয়ে অভিজ্ঞ তাই বলে সে সব অভিজ্ঞ হবেন না এটাই স্বাভাবিক। তাই আপনি লিখতে গেলেও দেখবেন অনেক বিষয় আপনার অজানা, জানেন না বা জানেলেও সঠিক জানেন না। তখন কি করবেন? তখন আপনাকে যা জানেন না সে বিষয়ে কিছুটা পড়াশোনা করতে হবে। এটাই লেখালেখি করার গোপন কৌশল। দুনিয়ায় যত বড় আর বিখ্যাত লেখক আছেন তারা সবাই এই কৌশলটাই অবলম্বন করেন। লিখতে চাইলে আপনাকেও এটাই করতে হবে।
লেখার আগে তাই অবশ্যই নিজে নিজে কিছুটা পড়াশোনা করুন। যেকোন তথ্য উপাত্ত সংগ্রহের জন্য বর্তমানে বেশ কিছু বিশ্বাসি ওয়েবসাইট আছে। এর মধ্যে থেকে উইকিপিডিয়া সেরা।
পয়েন্ট তৈরি করা
আপনি যে বিষয়ে একটি আর্টিকেল লিখতে যাচ্ছেন সে বিষয়ের উপরে আগে থাকতেই কিছু পয়েন্ট তৈরি করে রাখুন। এতে করে আপনার লিখতে সুবিধা হবে। আর আপনি কি কি বিষয়ে লিখতে যাচ্ছেন সে বিষয়ে আগে থাকতে ভেবে নেয়ার সময় পাবেন। এত করে আপনার লেখার মান ভালো হবে।
আর বিভিন্ন টপিক ধরে লিখলে পাঠকরা পয়েন্ট ধরে ধরে বিভিন্ন বিষয়গুলো জেনে নিতে পারবে। এতে করে আপনার লেখাটি পাঠকরা ভালো ভাবে গ্রহন করবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url