একটি শিক্ষনীয় ঘটনা

 

 



অনেক সময় জুলুমের প্রতিদান


দুনিয়াতেই ভোগ করতে হয়। এক্ষেত্রে ছোট একটি ঘটনা বর্ণনা করতে চাই। মিশরের সুবিখ্যাত আল_ আহারাম পত্রিকার একটি ঘটনা শুনুন ।জনৈক মহিলা লিখেছেন তাদের ঘরে একটি কাজের মেয়ে ছিল l মেয়েটি তার, তার স্বামীর এবং তাদের একমাত্র ছেলের সেবা করত l মেয়েটির বয়স ছিল 10 বছরl সে ছিল একজন দরিদ্র কৃষকের মেয়েl বেতন ছিল মাত্র 20 জুনাই্‌হ। এই সামান্য বেতন সত্বেও মেয়েটি অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের খেদমত করত।  কাপড়-চোপড় ধৌত করতো, খাবার তৈরি করত, তাদের একমাত্র ছেলেটিকে স্কুলে দিয়ে আসা সহ ঘরে সকল কাজ কর্মই করে দিত। এরপরও সামান্য ত্রুটি হলে এবং কোন খেদমত পেশ করতে দেরি করলে মেয়েটিকে তার স্বামী প্রহার করত, নানা রকম কষ্ট দিত এবং বৈদ্যুতিক শখ দেওয়া সহ বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন করতো। শুধু তাই নয়, তারা মেয়েটিকে কেবল পরিতাক্ত খাবার খেতে দিত। ভালো কোন খাবার কখনোই তাকে প্রদান করত না । নির্যাতনের কারণে এক পর্যায়ে মেয়েটি চোখের দৃষ্টি হারিয়ে ফেলে। এরপর, তারা মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিল।  যেহেতু মেয়েটি এখন আর কাজ করার উপযোগী ছিল না , তাই তারা মেয়েটির আর কোন খোঁজ খবর নিল না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url