উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে?



যদি Windows 10 Mobile Hotspot বারবার বন্ধ হয়ে যায়, তাহলে কয়েকটি সম্ভাব্য কারণ ও সমাধান রয়েছে। 


নিচে ধাপে ধাপে সমস্যার সমাধান দেওয়া হলো—

সমস্যার সম্ভাব্য কারণ ও সমাধান:

১️.পাওয়ার সেভিং মোড (Power Saving Mode) বন্ধ করুন

Windows 10 ডিফল্টভাবে মোবাইল হটস্পট কিছু সময় পর ব্যবহার না হলে বন্ধ করে দেয়। এটা বন্ধ করতে—
Step 1: Settings > Network & Internet > Mobile hotspot এ যান।
Step 2: "Power saving" অপশন থাকলে সেটি Off করে দিন।

২️.নেটওয়ার্ক অ্যাডাপ্টারের পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংস পরিবর্তন করুন

Step 1: Windows + X চাপুন > Device Manager খুলুন।
Step 2: Network adapters এ যান এবং ব্যবহৃত Wi-Fi অ্যাডাপ্টারটি খুঁজে বের করুন।
Step 3: সেটির উপর Right-click করে Properties এ যান।
Step 4: Power Management ট্যাবে যান এবং "Allow the computer to turn off this device to save power" অপশনটি Uncheck করুন।
Step 5: OK দিয়ে বেরিয়ে আসুন এবং পিসি Restart করুন।

৩️.ইন্টারনেট শেয়ারিং সার্ভিস চেক করুন

Step 1: Windows + R চাপুন > services.msc লিখে Enter দিন।
Step 2: "Internet Connection Sharing (ICS)" সার্ভিসটি খুঁজুন।
Step 3: সেটিতে Double-click করে Startup type - Automatic করুন এবং সার্ভিসটি Start করুন।
Step 4: Apply দিয়ে OK চাপুন।

৪️. ড্রাইভার আপডেট করুন

Step 1: Device Manager খুলে Network adapters এ যান।
Step 2: Wi-Fi Adapter এর উপর Right-click করে Update driver দিন।
Step 3: Search automatically for drivers সিলেক্ট করুন এবং আপডেট সম্পন্ন করুন।
৫️.কমান্ড দিয়ে সমস্যা সমাধান করুন

Step 1: Windows Search Bar এ cmd লিখে Run as Administrator দিন।
Step 2: নিচের কমান্ডগুলো একে একে লিখে Enter চাপুন

🔹 প্রথম কমান্ডটি হটস্পট ফিচার চালু করবে এবং দ্বিতীয়টি হটস্পট শুরু করবে।
🔹 সমস্যা এখনো থাকলে?Windows আপডেট চেক করুন (Settings > Update & Security > Windows Update)
অন্য Wi-Fi অ্যাডাপ্টার ব্যবহার করে দেখুন (যদি এক্সটার্নাল USB Wi-Fi থাকে)
Windows Network Reset দিন (Settings > Network & Internet > Status > Network reset)

এভাবে করার পরেও সমস্যা থাকলে বিস্তারিত জানাতে পারেন, আমি আরও গভীরে দেখে সাহায্য করবো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url