উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে?
যদি Windows 10 Mobile Hotspot বারবার বন্ধ হয়ে যায়, তাহলে কয়েকটি সম্ভাব্য কারণ ও সমাধান রয়েছে।
নিচে ধাপে ধাপে সমস্যার সমাধান দেওয়া হলো—
Step 1: Settings > Network & Internet > Mobile hotspot এ যান।
Step 2: "Power saving" অপশন থাকলে সেটি Off করে দিন।
Step 2: Network adapters এ যান এবং ব্যবহৃত Wi-Fi অ্যাডাপ্টারটি খুঁজে বের করুন।
Step 3: সেটির উপর Right-click করে Properties এ যান।
Step 4: Power Management ট্যাবে যান এবং "Allow the computer to turn off this device to save power" অপশনটি Uncheck করুন।
Step 5: OK দিয়ে বেরিয়ে আসুন এবং পিসি Restart করুন।
Step 2: "Internet Connection Sharing (ICS)" সার্ভিসটি খুঁজুন।
Step 3: সেটিতে Double-click করে Startup type - Automatic করুন এবং সার্ভিসটি Start করুন।
Step 4: Apply দিয়ে OK চাপুন।
Step 2: Wi-Fi Adapter এর উপর Right-click করে Update driver দিন।
Step 3: Search automatically for drivers সিলেক্ট করুন এবং আপডেট সম্পন্ন করুন।
৫️.কমান্ড দিয়ে সমস্যা সমাধান করুন
Step 1: Windows Search Bar এ cmd লিখে Run as Administrator দিন।
Step 2: নিচের কমান্ডগুলো একে একে লিখে Enter চাপুন
🔹 প্রথম কমান্ডটি হটস্পট ফিচার চালু করবে এবং দ্বিতীয়টি হটস্পট শুরু করবে।
🔹 সমস্যা এখনো থাকলে?Windows আপডেট চেক করুন (Settings > Update & Security > Windows Update)
অন্য Wi-Fi অ্যাডাপ্টার ব্যবহার করে দেখুন (যদি এক্সটার্নাল USB Wi-Fi থাকে)
Windows Network Reset দিন (Settings > Network & Internet > Status > Network reset)
এভাবে করার পরেও সমস্যা থাকলে বিস্তারিত জানাতে পারেন, আমি আরও গভীরে দেখে সাহায্য করবো।
সমস্যার সম্ভাব্য কারণ ও সমাধান:
১️.পাওয়ার সেভিং মোড (Power Saving Mode) বন্ধ করুন
Windows 10 ডিফল্টভাবে মোবাইল হটস্পট কিছু সময় পর ব্যবহার না হলে বন্ধ করে দেয়। এটা বন্ধ করতে—Step 1: Settings > Network & Internet > Mobile hotspot এ যান।
Step 2: "Power saving" অপশন থাকলে সেটি Off করে দিন।
২️.নেটওয়ার্ক অ্যাডাপ্টারের পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংস পরিবর্তন করুন
Step 1: Windows + X চাপুন > Device Manager খুলুন।Step 2: Network adapters এ যান এবং ব্যবহৃত Wi-Fi অ্যাডাপ্টারটি খুঁজে বের করুন।
Step 3: সেটির উপর Right-click করে Properties এ যান।
Step 4: Power Management ট্যাবে যান এবং "Allow the computer to turn off this device to save power" অপশনটি Uncheck করুন।
Step 5: OK দিয়ে বেরিয়ে আসুন এবং পিসি Restart করুন।
৩️.ইন্টারনেট শেয়ারিং সার্ভিস চেক করুন
Step 1: Windows + R চাপুন > services.msc লিখে Enter দিন।Step 2: "Internet Connection Sharing (ICS)" সার্ভিসটি খুঁজুন।
Step 3: সেটিতে Double-click করে Startup type - Automatic করুন এবং সার্ভিসটি Start করুন।
Step 4: Apply দিয়ে OK চাপুন।
৪️. ড্রাইভার আপডেট করুন
Step 1: Device Manager খুলে Network adapters এ যান।Step 2: Wi-Fi Adapter এর উপর Right-click করে Update driver দিন।
Step 3: Search automatically for drivers সিলেক্ট করুন এবং আপডেট সম্পন্ন করুন।
৫️.কমান্ড দিয়ে সমস্যা সমাধান করুন
Step 1: Windows Search Bar এ cmd লিখে Run as Administrator দিন।
Step 2: নিচের কমান্ডগুলো একে একে লিখে Enter চাপুন
🔹 প্রথম কমান্ডটি হটস্পট ফিচার চালু করবে এবং দ্বিতীয়টি হটস্পট শুরু করবে।
🔹 সমস্যা এখনো থাকলে?Windows আপডেট চেক করুন (Settings > Update & Security > Windows Update)
অন্য Wi-Fi অ্যাডাপ্টার ব্যবহার করে দেখুন (যদি এক্সটার্নাল USB Wi-Fi থাকে)
Windows Network Reset দিন (Settings > Network & Internet > Status > Network reset)
এভাবে করার পরেও সমস্যা থাকলে বিস্তারিত জানাতে পারেন, আমি আরও গভীরে দেখে সাহায্য করবো।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url