সিয়াম ভঙ্গের কারণ সমূহ কি কি? সিয়াম অবস্থায় কি কি কাজ করা মাক্রুহ।

উত্তরঃ নিম্নোক্ত কারণে সিয়াম ভঙ্গ হয়
১। স্ত্রী সহবাসে।
২। ইচ্ছাকৃতভাবে খেলে।
৩। ইচ্ছাকৃতভাবে পান করলে।
৪। ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে।
৫। এমন জিনিস ব্যবহার করা যাতে আর পানাহারের প্রয়োজন থাকে না।
৬। ইচ্ছাকৃতভাবে বমি করলে।
৭। হায়েজ বা নেফাস শুরু হলে।
সিয়াম অবস্থায় যে যে কাজ করা মাক্রুহ
১। মিথ্যা কথা বলা।
২। গালি গালাজ কর।
৩। ধোকা দেওয়া, প্রতারণা করা।
৪। আত্মসাৎ করা।
৫। হারাম বস্তু দেখা বা শুনা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url